সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়ে লিখেছেন। এজন্য তার প্রতি যে আচারণ করা হয়েছে তা অমানবিক। এমন হতে থাকলে সাংবাদিকতা পেশা হুমকির মুখে পড়বে, আর দুর্নিতীবাজরা আরও উৎসাহিত হবে। তাই অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি করে দুর্নীতবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।
#আপন_ইসলাম