বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামে বাড়ি থেকে এক স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ করেছেন ওই ছাত্রীর পিতা। তিন দিনেও হদিস মেলেনি স্কুল ছাত্রীর।
অপহৃতা স্কুল ছাত্রীর পিতা জানান, রবিবার (১৬ মে) দুপুরে তার স্কুল পড়ুয়া মেয়েকে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী বেজগাতী গ্রামের রাজ্জাক সরদারের পুত্র তুহিন সরদার ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
#আপন_ইসলাম