ময়মনসিংহের নান্দাইলে নিজ গাছের আম পাড়তে গিয়ে দোলন চৌহান (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৭ মে সোমবার সকাল সারে আটটার দিকে এই ঘটনা ঘটে। দোলন নান্দাইল পৌরসদরের নান্দাইল বাজার মহল্লার মৃত জগোরো চৌহানের ছেলে। সে নান্দাইল উপজেলা ভূমি অফিসে যুব উন্নয়নের ন্যাশনাল সার্ভিস কর্মী হিসেবে কর্মরত ছিল। স্থানীয়রা জানান, অফিস সংলগ্ন দোলনদের বাসা। আজ সকালে তিনি ঘুম থেকে উঠে বসত ঘরের লাগোয়া নির্মাণাধীন একটি মার্কেটের টিনের চালের উপর উঠে নিজেদের আম গাছের পাকা আম পাড়তে যায়। টিনের চালের উপর দিয়ে যাওয়া একটি জেনারেটরের বিদ্যুৎ লাইনের সংযোগে, প্লাস্টিকের কভার খোলা থাকায় তাতে স্পর্শ লাগে তার শরীর। এতে সে ছিটকে পড়ে অচেতন হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার একটি দু’বছরের একটি মেয়ে ও তিন মাস বয়সি একটি পুত্র সন্তান রয়েছে। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।
#আপন_ইসলাম