বরিশালের আগৈলঝাড়ায় জমি জমার পূর্ব বিরোধের জের ধরে লক্ষাধিক টাকার ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের মৃত উমেশ বাড়ৈর ছেলে রমনী বাড়ৈ ৬০ শতক জমিতে মাছের ঘের ও কলা বাগানসহ বিভিন্ন ফলজ গাছের চাষাবাদ করে আসছিল। স্থানীয় কুটিশ্বর রায়ের ছেলে কালীপদ রায় রমনী বাড়ৈর কলা বাগানের পাশে তার জমির সীমানা পরেছে এমন দাবী করে শুক্রবার রাতে রমনী বাড়ৈর জমিতে কলা বাগানের দুই শতাধিক ফলন্ত কলা গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলেছে। এঘটনায় স্থানীয় রতন বাড়ৈ, যতিন বাড়ৈ, ঝুনু রানীসহ একাধিক ব্যক্তি জানান, রমনী বাড়ৈ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ওই জমিতে মাছ ও ফলের চাষাবাদ করে আসছে। সম্প্রতি কালীপদ রায় শত্রুতার জের ধরে রমনীকে ভয়-ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছিল। এঘটনায় রমনী বাড়ৈ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার দুপুরে এসআই মিলটন ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, লক্ষাধিক টাকার ফলজ গাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। তিনি এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।
#আপন_ইসলাম