নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে নারীদের জন্য আলাদাস্থানে ঈদের নামাজ আদায় করেছেন শতাধিক নারীরা। ঈদের নামাজ পরতে আসা গৃহবধু রিজিয়া বেগম বলেন, অতীতে বিভিন্ন ফতোয়ার মাধ্যমে নারীদের যে বেড়াজালে আটকে দেওয়া হয়েছিল, তার বাইরে বেরিয়ে স্বাধীনভাবে মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে খুব ভালো লাগছে। মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি লায়লা বেগম, রেবেকা সুলতানা, আলেয়া বেগমসহ অন্যান্য নারীরা বলেন, আমরা চাই জামে কসাই মসজিদ কমিটির মতো সর্বত্রই মসজিদে নারীদের জন্য আলাদা নামাজ আদায় করার ব্যবস্থা করা হোক।
জামে কসাই মসজিদের ইমাম মাওলানা কাজী আব্দুল মান্নান বলেন, শরিয়ত অনুযায়ী, নারীরা চাইলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে সেখানে তাদের নামাজ আদায় করার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। যা আমাদের এখানে করা হয়েছে।
#আপন_ইসলাম