পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় কৃমিনাশক সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার(১৬ মে)উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া কমিউনিটি সেন্টারে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশু কিশোরদের বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে অনুষ্ঠানিকভাবে এই শুভ উদ্বোধন করা হয়।
ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কার্য্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোছাঃ হালিমা খানম উপস্থিত থেকে একাধিক শিশু কিশোরকের কৃমিনাশক ট্যাবলেট সেবন করান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেদায়তুল হক, রাঙ্গালিয়া কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও পারভাঙ্গুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ শরিফুল ইসলাম, ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুস সোবাহান ও গণমাধ্যম কর্মী বৃন্দ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জানান, সরকার ঘোষিত জাতীয় কৃমিনাশক সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় ভাঙ্গুড়া উপজেলাতে ১৬ মে থেকে আগামী ২০ মে পর্যন্ত ৫ থেকে ১৬ বছরের সকল শিশু কিশোরদের বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আর এই কর্মসূচীকে সফল করার লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা চান তিনি।
#আপন_ইসলাম