বৃহস্পতিবার , ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

নবীনগর বিটঘরে দেড়শতাধিক বছরের প্রাচীন মন্দিরের জায়গা বেদখল! প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ মে, ২০২১

আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর মধ্যপাড়া কাশারুবাড়িতে প্রায় দেড় শতাধিক বছরের প্রাচীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ও বালক দ্বীনবন্ধু মন্দিরের জায়গা বেদখল হওয়ায় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার (১৫/৫) সকালে মন্দির প্রাঙ্গণে মন্দিরের জায়গা উদ্ধার ও মন্দির পূনঃ প্রতিষ্ঠার লক্ষে মানববন্ধন করে সনাতন ধর্মের শতাধিক ভক্তবৃন্দ।

জানা যায়, প্রায় দুইশত বছর পূর্বে ওই মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণের পূজা অর্চনা করা হতো। ওই সম্পত্তির মালিক ছিলেন ভগবান শ্রী কৃষ্ণের ভক্ত বালক দ্বীনবন্ধুর পরিবার। দেড় শতাধিক বছর পূর্বে শ্রী কৃষ্ণের ধ্যান ও আরাধনা করে যজ্ঞ অবস্থায় মাত্র ১৭ বছর বয়সে এই মহাসাধক বালক দ্বীনবন্ধু দেহ ত্যাগ করেন। ওই মন্দিরেই তার দেহ সমাধি করা হয়েছিলো। এরপর থেকে ওই মন্দিরের নাম করন করা হয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ও বালক দ্বীনবন্ধু মন্দির। প্রতিবছরই ওই মন্দিরে ১৭ মাঘ মহাসাধক বালক দ্বীনবন্ধুর প্রয়ান দিবস উপলক্ষে মহোৎসব হয়ে আসছে।

বর্তমানে ওই মন্দির সংলগ্ন জায়গায় একটি সরকারি প্রাইমারি স্কুল রয়েছে।ওই স্কুলের দুতালার সিড়ি ও ল্যাট্রিন করার কারনে মন্দিরের জায়গা বেদখল ও সংস্কারের অভাবে মন্দিরের অস্তিত্ব বিলিন হওয়ার পথে। এমতাবস্থায় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার সকালে ওই মন্দিরটি স্থানান্তর করে পার্শ্ববর্তী দ্বীনবন্ধুর নামে রেকর্ডকৃত জায়গায় পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষে মানববন্ধন করেন।

ওই মানববন্ধনে মহাসাধক দ্বীনবন্ধুর জায়গায় যেন আর কোন স্থাপনা বা দখল করতে না পারে সেজন্য সরকারের প্রতি জোর দাবী জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন মন্দির কমিটির নেতৃবৃন্দ। এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেক্রেটারি নারায়ন সরকার, ভানু দেব, রুবেল দেব, শিমূল বনিক, মনিন্দ্র মজুমদার, সজল বনিক ও ডাঃ নারায়ন বনিক প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।