গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের অসচ্ছল ও দুস্থ পরিবারের ২০০ জন নারী-পুরুষকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মশিন্দা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ওই জিআর চাল দুস্থ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান। এসময় ইউপি সচিব কিশোরী মহন পাল, ইউপি সদস্য আব্দুর রউফ, সেলিম, মর্জিনা খাতুন, শহিদা আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগেও ৫০০ জন দুস্থকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার জিআর এর ৫০০ টাকা করে এবং ভিজিএফ এর ৪৫০ টাকা করে ২ হাজার ২৫০ জন অসচ্ছল ও দুস্থ পরিবারকে প্রদান করেছেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
শনিবার , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গুরুদাসপুরের মশিন্দায় দুস্থ ও অসচ্ছল ২শ পরিবারকে মানবিক সহায়তার চাল বিতরণ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১