পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৪১ পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবারবার (১২মে) বিকেল ৫ টার দিকে চাটমোহর উপজেলার সেন গ্রামে তার নিকটআত্নীয়ের বাড়ি থেকে চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটককৃত রইচ উদ্দীন (৪৫) ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামের নদী পাড়া লইমুদ্দীনের ছেলে এবং ইয়াবা ব্যবসায়ী।
জানা গেছে ,রইচ উদ্দীন বেশকিছু দিন যাবত বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এএসআই মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে রইচ উদ্দীনকে তার নিজ বাড়ি থেকে ৪১ পিচ ইয়াবাসহ বুধবার দুপুর দেড় টার দিকে আটক করে। এসময় হঠাৎ পরিবারের লোকজন অতর্কিত হামলা চালায় পুলিশের ওপর সেই সুযোগে আটককৃত ব্যক্তি হ্যান্ডকাপসহ নদী পার হয়ে চাটমোহর থানার সেন গ্রামের ফসলি মাঠের মধ্যে ঢুকে পড়ে এবং পালিয়ে যায়।
এ সময় চাটমোহরের এ এস পি (সার্কেল) সজীব শাহরিন, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এবং ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ২ থানা (চাটমোহর, ভাঙ্গুড়া ) সমন্বিতভাবে অভিযান চালিয়ে প্রায় ৪ ঘন্টা পরে বিকেল পাঁচটার দিকে চাটমোহর উপজেলার সেনগ্রাম রইস উদ্দিনের নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচাজ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রজু করে বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হবে।
#আপন_ইসলাম