”মানবিকতায়, সবার আগে, সবার পাশে” এই স্লোগানকে সামনে রেখে পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ী বাড়ি ইউনিয়নের বৃলাহিড়ী বাড়ী গ্রামে “হৃদয়ে বৃলাহিড়ী বাড়ী যুব সমাজ”র উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও গ্রামের অসহায় , দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন । বুধবার (১২ মে) সকাল ১০ ঘটিকার সময় বৃলাহিড়ী বাড়ী পসচিম পাড়া (৪মাথা মোড়) এ গ্রামের ৪০ টি পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী মুরগী, আলু, পিয়াজ, তেল, পোলাও এর চাউল, তৈল, লাচ্ছা সেমাই, চিনি ও সাবান এবং মাস্ক বিতরন করা হয়।
হৃদয়ে বৃলাহিড়ী বাড়ী যুব সমাজের সভাপতি কে, এম রনি আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সাগর বলেন, বর্তমান করোনাভাইরাস ও লক ডাউনের এই বাস্তব পরিস্থিতিতে কর্মহীন মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এবং হাসি খুশি ভাবে আমাদের সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অতি স্বল্প পরিসরে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাবার জন্য বিনীতভাবে অনুরোধ জানান তারা।
#আপন_ইসলাম