শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রামগড়ে ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম; দুর্ভোগে গ্রামবাসী এবং  ঠিকাদার লাপাত্তা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জুন, ২০২০

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের খাগড়াবিল বাজারের পাশে লালছড়ি সংযোগ সড়কে ২০১৮ ও ২০১৯ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে গ্রামীণ রাস্তা ১৫ মিটার দৈর্ঘ পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নকশা বর্হিভূত নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নির্ধারিত ২মাসে কাজ শেষ করার কথা থাকলেও দীর্ঘ ৯ মাসেও ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে পড়েছে কয়েকটি গ্রামের কৃষক, মৌসুমী ফলবাগান মালিক-ব্যবসায়ী ও হাজার হাজার গ্রামবাসী।

এদিকে গ্রামবাসীর সুবিধার্থে খালে বাধ দিয়ে অস্থায়ীভাবে বিকল্প সড়ক নির্মাণ করা হলেও তা ছিলনো টেকসই! ব্রিজ নির্মানে বিলম্বিত হওয়ায় পাহাড়ী ঢলে বাধ ভেঙ্গে গেলেও বাধটি পুনরায় নির্মাণ না করায় দুর্ভোগে পড়েছে গ্রামবাসী।

ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান খাগড়াছড়ির রানজনী এন্টারপ্রাইজের প্রোপাইটর বিকেন দেওয়ানের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে সাব-ঠিকাদার ইলিয়াছ মুন্সি বলেন, সর্বক্ষেত্রে ভ্যাট ও হিসেব নিকেশ শেষ করেই কাজটি করতে হচ্ছে তাছাড়া সঠিক সময়ে নির্মাণ শ্রমিক না পাওয়ার বিলম্বিত হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মনসুর আলী সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজটি দ্রুত শেষ করতে বারবার ঠিকাদারকে বলা হচ্ছে। তবে অনিয়নের ব্যাপারে কোন ধরনের ছাড় দেয়া হবেনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পে গত অর্থবছরের জুন প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে রামগড় ইউনিয়নে ৩টি ব্রিজ নির্মাণ কাজের টেন্ডার আহবান করা হয় তারমধ্যে খাগড়াবিল-লালছড়ি একটি। লটারির মাধ্যমে খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান রানজনী এন্টারপ্রাইজ ব্রিজ নির্মানের কার্যাদেশ পায়। কিন্তু কাজটি পাওয়ার পর ঠিকাদারের বিরুদ্ধে ব্রিজ নির্মাণে বিলম্ব, নকশা বর্হিভূত ব্রিজ নির্মাণ, পুরাতন ব্রিজ অক্ষত রেখেই তার উপর উপর নতুন ব্রিজ নির্মাণ, নিম্নমাসের রড, বালু, পাথরের ব্যবহার সহ ড্রাইব্রেশন ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শুরুতেই ঠিকাদারের লোকজন নির্ধারিত সময়ের প্রায় ২ মাসপর নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে জনগুরুত্বপূর্ণ এ ব্রিজের নির্মাণ কাজ শুরু করেছেন। তাদের বাঁধা প্রদান করা সত্বেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদার প্রতিমাসে হঠাৎ কয়েকদিন পরপর মর্জিমত নির্মাণ কাজ করে আবার উদাও হয়ে যান। এলাকাবাসীর অভিযোগ গুরত্বপূর্ণ ও কৃষি নির্ভর এলাকা হওয়াতে বিষয়টি গুরুত্ব দিয়ে বিকল্প সড়ক করা হলেও তা পর্যাপ্ত ছিলোনা এবং সময়মত ব্রিজটি নির্মিত হলে গ্রামবাসীকে এ দুর্ভোগ পোহাতে হতোনা। এব্যাপারে তারা উর্ধতন কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করেছেন।

উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ ত্রিপুরা সরেজমিনে পরিদর্শণে এসে বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে ব্রিজটির নির্মাণ পরিদর্শনে এসে নির্মানে অনেক অনিয়মের সত্যতা দেখলাম। উপজেলার এমন একটি গুরত্বপূর্ণ ব্রিজে এতোবড় অনিয়ম গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।