পাবনার সাঁথিয়া উপজেলার আফড়া ও ছোট পাথাইলহাট গ্রামের ইমরান হোসেন (১৮) নামের ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১১ মে- ২০২১) উপজেলার আফড়া ও ছোট পাথাইলহাট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে সাঁথিয়া উপজেলাধীন আফড়া গ্রামে একজন ও নাগডেমরা ইউনিয়নের ছোটো পাথাইলহাট গ্রামের একজন
নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুটিয়া গ্রামের আফসার আলীর ছেলে আরিফ হোসেন (১৫)। তিনি আফরা গ্রামে বাংগি ক্রয় করতে এসেছিলেন। বাংগি তুলার একপর্যায়ে তীব্র মেঘে বজ্রপাতে মারা যায়।
অপর জন হলেন- সাঁথিয়া উপজেলার ছোটো পাথাইলহাট গ্রামের জয়নাল প্রামানি
#আপন_ইসলাম