পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন ভাংগুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান হাসান আরিফ।
ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব, ঈদ মানে খুশির সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা, বৃহতের সঙ্গে যুক্ত হওয়া, ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা।সেই সাথে যে যেখানে আছেন সেখান থেকে ঈদ- উল ফিতরের আদন্দ করার আহবান জানান।
ঈদ-উল-ফিতর উপলক্ষে ” ভাংগুড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন,ঈদের খুশি আপনাদের-আমাদের ও দেশবাসী সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুক এই দোয়া করি।
ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ সুখ শান্তি ও ভালবাসা,পৃথিবীতে নেমে আসুক শান্তির দূত ঘরে ঘরে জেগে উঠুক আনন্দবীল পাখিরা৷
মুছে যাক অসহায়ের দুঃখ ব্যথা,ওটুকুন থাকুক সবার সারা জীবনের আনন্দ।
পবিত্র ঈদে ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা বিভেদ বিদ্বেষ ও অহংরসহ সকল পাপ মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ দান করুক,বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের মত হাসিখুশি আনন্দময় ঈদ সবার জীবনে বয়ে আনুক অফুরন্ত ভালবাসা প্রীতিময় সুখ শান্তির নিঃশ্বাস।
সেই সাথে সফলতার শুভ প্রত্যায়ে ”ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণসহ সকল প্রতিনিধিসহ ভাংগুড়া বাসিকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
#আপন_ইসলাম