মহেশখালীতে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১০ মে) দুপুরে পৌরসভার চরপাড়া সৈকত এলাকায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী ওই প্যারাবন এর পাহারাদার আনচার উল্লাহ জানান, মরদেহটির সাথে মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র রয়েছে, মুখে দাড়ি থাকা লাশটি দেখে সদ্য মৃত্যু হওয়া বলে মনে হয়েছে স্থানীয়দের। মরদেহটি দেখতে সৈকত এলাকায় উৎসুক মানুষের ভিড় ছিল দুপুর থেকেই। অনেকে এ লাশটি রহস্যজনক মনে করছেন।
এদিকে সন্ধ্যায় পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও পাওয়া যায়নি পরিচয়।মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।
#আপন_ইসলাম