সিরাজগঞ্জের সলঙ্গায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ৭ জন পথচারী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে থানার ধুবিল ইউপির খারিজা ঘুঘাট গ্রামে। আহতরা হলো- খারিজা ঘুঘাট গ্রামের আ: ছামাদের পুত্র শাহীন (৪০), মৃত আ: রাজ্জাকের পুত্র তুহিন (৩৮), আ: ছালামের স্ত্রী হাসিনা (৩৬),মৃত ভাসার স্ত্রী রহিমা (৪৬),মৃত আবু হোসেনের স্ত্রী আনজু (৫০),সোনা উল্লার ছেলে এবাদত (৪) এবং আরিফুলের পুত্র সবুজ (৩)। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময়ে খারিজা ঘুঘাট গ্রামের নতুন ব্রীজের উপর দাঁড়ানো পথচারী হাসিনাকে অতর্কিত ভাবে এসে একটি বেওয়ারিশ কামড় দেয়। চিৎকার করলে পাগলা কুকুরটি দৌড়ে গিয়ে রাস্তায় যাকে পায় তাকেই এভাবে কামড়াতে থাকে। পরে স্থানীয়রা ধরে কুকুরটি মেরে ফেলে। এ ছাড়াও একই দিনে বাসুদেবকোল ও উত্তরপাড়া ভরমোহনী গ্রামের ২ জন মহিলাকে কামড়ানো খবর পাওয়া গেছে। বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রপে এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে।
#আপন_ইসলাম