ভাংগুড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল ভাংগুড়া পৌরসভা ও ভাংগুড়া উপজেলা বাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।তিনি এক শুভেচ্ছা বার্তায় চলন বিলের আলোকে বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে পবিত্র ঈদুল ফিতর মানুষের মাঝে নিয়ে এসেছে এক অনাবিল আনন্দ।এই ঈদের আনন্দ ভাগাভাগি করে দল-মতের ঊর্ধ্বে উঠে ভাংগুড়া বাসির সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দেশের সর্বস্তরের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। চলন বিলের আলোর প্রতিনিধি এর সাথে তিনি একান্তে সাক্ষাৎকারে বলেন, দেশের এই মহাদুর্যোগে চিকিৎসক, সাংবাদিক, পুলিশের বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন এই ঈদে সকলে ঘরে থাকি এবং মাক্স ব্যবহার করি, করোনা থেকে মুক্ত থাকি। এবং এই আঁধার কিছুদিনের মধ্যেই কেটে যাবে ইনশাআল্লাহ্। এই দুর্যোগ মোকাবেলায় সরকারিভাবে যতোটুকু সহযোগিতা করা হচ্ছে, তার পাশাপাশি আমিও ব্যক্তিগতভাবে সমর্থ বুঝে করোনা পরিস্থিতিতে অসহায়, দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে সহযোগিতা করে আসছি। তাই আপনারা যারা এলাকার বিত্তবান ও ধনী ব্যক্তি আছেন, তারা যার যার সামর্থ্য মত অসহায় ও গরিব মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহবান জানান ।
#আপন_ইসলাম