রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ মে, ২০২১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নুরনগর গ্রামে ফসলি জমি ও রাস্তার পাড়ে পুকুর খননের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, সরকারি নিয়ম নীতি উপক্ষো করে এলাকার প্রভাবশালীরা পুকুর খননের নামে ফসলি জমি থেকে মাটি কেটে অধিক দামে বিক্রি করছেন। এতে জীব-বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্থ হচ্ছে।

রবিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুর-নগর গ্রামের বাসিন্দা ইদ্রীস আলী রাস্থা সংলগ্ন চার বিঘা জমিতে ১০/১৫ জন দিনমুজুর দিয়ে মাটি কাটছেন। জনৈক ইউনিয়ন আ’লীগ নেতার তত্তাবধানে ৩/৪ টি ইঞ্জিনচালিত টলি ওই মাটি বহন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। ওই গ্রামের হাজী ইসাক আলীও একই ভাবে তার ৬ বিঘা ফসলি জমিতে মাটি কেটে পুকুর খনন করছেন। খননকারী ইদ্রিস আলী ও ইসহাক আলীকে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমার জমিতে আমি পুকুর বানাচ্ছি এজন্য কোনো অনুমতির দরকার নেই।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওছার হাবীব বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রয়ের কোন সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে অবৈধ খননকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

#আপন_ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।