টাঙ্গাইলের নাগরপুরে ৫০ জন হতদরিদ্র ঈমামদের মাঝে ঈদ উপহার দিলেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএও)সিফাত-ই- জাহান। রোববার সকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা সভা কক্ষে এ উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ছাবিনা বেগম শিপ্রা, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার সহ অন্যান্য কর্মকর্তারা।
অপর দিকে ইসলামিক ফাইন্ডেশনের আয়োজনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার (ইউএও)সিফাত-ই- জাহান এর সভাপতিত্বে শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাইন্ডেশনের নাগরপুর উপজেলার শাখার সুপারভাইজার মাইউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ছাবিনা বেগম শিপ্রা, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#আপন_ইসলাম