জামালপুরের মেলান্দহে খাদ্যগুদামের অভ্যন্তরীণ বোরো চাল ধান ও গম সংগ্রহ ২০২১-এর শুভ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান।,,উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ইন্জিনিয়ার কামরুজ্জামান চেয়ারম্যান উপজেলা পরিষদ মেলান্দহ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান,,আল-ওয়াজিউর রহমান জেলা খাদ্য নিয়ন্ত্রক জামালপুর, সিরাজুল ইসলাম সহকারি কমিশনার (ভুমি), মো: জিন্নাহ সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখা, মো: শহীদুল্লাহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, মোহাম্মদ সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মেলান্দহ খাদ্য গুদাম, নাজমুল সহকারী মেলান্দহ খাদ্য গুদাম । এ সময় কৃষক ও মিলারগণ উপস্হিত ছিলেন। এবারের মোট ধান ক্রয় করবেন ২৯৭৮ মে : টন,,ও,,চাউল ৫১২৯ মে : টন। চাউল প্রতি কেজি ক্রয় ৪০ টাকা ও ধান প্রতি কেজি ২৭ টাকা করে। পরিশেষে দোয়া অনুষ্টিত হয়।
#আপন_ইসলাম