সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার (৫ মে) সন্ধায় কাজী এহসানুল হাসান সন্টুর বড় ছেলে আমানুল হাসান সজিবের ১৯ তম জন্মদিন নিজ বাস ভবনে ঘরোয়াভাবে কেক কেটে জন্ম দিন পালন করলেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু। । এ সময় ১শ ৫০ জন গরিব -অসহায়,ছিন্নমূল ও কর্মহীন মানুষের মাঝে তার ব্যক্তিগত অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেন। কাজী এহসানুল হাসান সন্টু বলেন, করোনার কারনে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে বড় ছেলের জন্মদিন পালন করেছি। ছেলের জন্মদিন উপলক্ষ্যে গ্রামে গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। কাজী এহসানুল হাসান সন্টু ও তার সহধর্মিণী ছেলের জন্মদিন উপলক্ষ্যে ছেলের মঙ্গল কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন বলে জানানো হয়।
#আপন_ইসলাম