বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ ব্যবসায়ী রিপন মীরকে গ্রেফতার করেছে র্যাব। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, বুধবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাশেম মীরের ছেলে রিপন মীরকে ছয়গ্রামের মসজিদ সংলগ্ন এলাকা থেকে ১শ ৩৩পিচ ইয়াবা, মাদক বিক্রির ৩৭০টাকা ও একটি প্লাটিনা মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ সদস্যরা। এঘটনায় র্যাব এর ডিএডি মো. আব্দুল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, নং-২(৫.৫.২১)। গ্রেফতারকৃত রিপন মীরকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
#আপন_ইসলাম