সিরাজগঞ্জ সলঙ্গায় অলিদহ গ্রামের সর্ব বয়োজেষ্ঠ্য মুরুব্বী মরহুম আজাহার আলী প্রামাণিকের রুহের মাগফিরাত কামনা করে আজ (৫ মে) বুধবার বাদ আসর পবিত্র কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে (মরহুমের নাতী) ডাঃ আখতার হোসেন হিরন সকলের নিকট দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাকে জান্নাতের সুমহান আসন দান করেন। উল্লেখ্য, অলিদহ গ্রামের এই প্রবিণ ব্যক্তি গত ২৯ এপ্রিল বার্ধক্য জনিত কারনে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
#আপন_ইসলাম