বৃহস্পতিবার , ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভূমিহীন সলেমান সরকারী ত্রানের জন্য আর কত দুয়ারে ঘুরবে?

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ মে, ২০২১

অভয়নগরে ভূমিহীন, দুস্থ সলেমান ৩১ বৎসর ধরে উপজেলার ০২ ওয়ার্ডের আমিনুর মোল্যার মেহেগুনি বাগানে অস্থায়ী ছাপড়া তুলে স্ত্রী ও তিন কন্যা নিয়ে নিদারুণ কষ্টে দিনানিপাত করছেন। তিনি মৃত আব্দুর রহমানের পুত্র। জানা গেছে, দিন মজুর সলেমান দীর্ঘ দিন ধরে ০২নং ওয়ার্ডের পাঁচ কবর এলাকায় বসবাস করে আসছেন। স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দুয়ারে ধর্ণা দিলেও তারা কোন রকম সাহায্য সহযোগীতা না করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তার হয়ে যোগাযোগ করার মত কেউ না থাকায় তিনি সরকারী দপ্তর থেকে এ পর্যন্ত কোন সুবিধা পাননি। এ বিষয়ে সলেমান সাংবাদিকদের বলেন, আমি দরখাস্ত নিয়ে ইউওনো স্যারের সাথে দেখা করতে গেলে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সরকারী ত্রানের জন্য পৌরসভায় গেলে সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষী আমার পরিচয় শুনে তাচ্ছিল্যের হাসি হেসে বের করে দেন। শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ ও ভূমিহীনদের ঘর ও ত্রান দিচ্ছেন, কই আমি তো কিছুই পেলাম না। স্থানীয় কাউন্সিলর মোঃ ওয়াদুদ শেখ সাংবাদিকদের বলেন, সলেমান একজন অসহায় ভূমিহীন ব্যক্তি, এটা সত্য। তবে ভবিষ্যৎতে তার জন্য কিছু করার চেষ্টা করব। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সলেমান নামে কোন ব্যক্তি দরখাস্ত দিয়েছে কিনা জানিনা, খুঁজে দেখতে হবে।

 

#আপন_ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।