বৃহস্পতিবার , ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছার নগদ অর্থ সহায়তা পাবেন ৭হাজার ২শ ৫০জন দুঃস্থ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ মে, ২০২১

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পাচ্ছেন বরিশালের আগৈলঝাড়ায় ৭ হাজার ২শ ৫০জন অতিদরিদ্র ও অসহায় দুঃস্থরা।

অতিদরিদ্র ও অসহায় দুঃস্থদের অর্থ বরাদ্দ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও লক ডাউনে ঘরে আটকা পরা অসহায় ২হাজার ৭শ ৭৫জন দুঃস্থদের জন্য ১২লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। অন্যদিকে ত্রাণ ও পুণর্বাসণ মন্ত্রনালয় থেকে বিশেষ ভিজিএফ সাহায্য হিসেবে ৪হাজার ৪শ ৭৫জনের জন্য নগদ অর্থ সহায়তার বরাদ্দ পাওয়া গেছে। জেলা প্রশাসক মো. জসীম হায়দার এর মাধ্যমে সোমবার বরাদ্দের অনুকুলে উপজেলায় ৭২৫০জন অসহায় দুঃস্থরা নগদ অর্থ সহায়তা পাবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোর্শারফ হোসেন জানান, বরাদ্দকৃত নগদ অর্থ উপজেলার পাঁচটি ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে ভাগ করে দেয়া হয়েছে। আগামী শনিবারের মধ্যে তালিকা করে বরাদ্দকৃত নগদ অর্থ সংশ্লিষ্ঠ চেয়ারম্যানদের মাধ্যমে অসহায় ও দুঃস্থদের বন্টনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

পিআইও মো. মোর্সারফ হোসেন আরও জানান, ইতোমধ্যেই বরাদ্দকৃত অর্থ বন্টনের জন্য ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা প্রনয়নের জন্য কাজ এগিয়ে চলছে।

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ১২লাখ ৫০হাজার টাকার বিপরীতে পাঁচটি ইউনিয়নের প্রত্যেকটিতে ৫৫৫জন করে দুঃস্থরা নগদ ৪৫০টাকা করে অর্থ সহায়তা পাবেন।

অন্যদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বিজিএফ বরাদ্দের বিপরীতে রাজিহার ইউনিয়নে ৮৮৭জন, বাকাল ইউনিয়নে ৭২৩জন, বাগধা ইউনিয়নে ৮৪২জন, গৈলা ইউনিয়নে ১২শজন ও রত্নপুর ইউনিয়নে ৮২৩জনসহ মোট ৮৮৭৫জন অসহায় দুঃস্থরাও নগদ ৪৫০টাকা করে অর্থ সহায়তা পাবেন।

 

 

#আপন_ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।