সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামে যুবক সঞ্জয় সরকারের ছুরি আঘাতে স্কুল ছাত্রী পূজা সরকারের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সঞ্জয় সরকারের সাথে পুজা সরকারের প্রেমের সম্পর্ক ছিলো। পূজার বাবা অন্যত্র মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিলে সঞ্জয় ক্ষিপ্ত হয়ে ওঠে। সঞ্জয় সোমবার সকালে পূজাকে তার বাড়ির উঠানে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ পূজার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু তার আগেই পূজা মারা যায়। এ সময় সঞ্জয় নিজের শরীরেও ওই ছুরি দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুজার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই প্রেমিক সঞ্জয় সরকার পলাতক রয়েছে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় পুজার বাবা পবিত্র সরকার বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
#আপন_ইসলাম