অভয়নগরে থানা পুলিশের হাতে ৩২ বোতল ফেন্সিডিলসহ আটক হয়েছে মাদক সম্রাট জুয়েল(৩৩)। সে উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত মান্নান সরদারের পুত্র। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল মডেল স্কুল রোডের নিজ বাড়ি থেকে শীর্ষ মাদক সম্রাট জুয়েলকে ফেন্সিডিলসহ গেস্খফতার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকের বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ডিউটি অফিসার এএসআই সুইটি বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
#আপন_ইসলাম