বরিশালের আগৈলঝাড়ায় ধানের গৃহস্থালি কাজ নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে তিন সন্তানের জননীর বিষপান। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সন্ধ্যা বাড়ৈ জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের মানুয়েল বাড়ৈর স্ত্রী তিন সন্তানের জননী সন্ধ্যা বাড়ৈ (৩৮) শনিবার দুপুরে বাড়িতে ধান মাড়াই করছিল। সেই সময় সন্ধ্যা বাড়ৈ হাত থেকে ধান পরে যাওয়ায় তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। তাই সে স্বামীর উপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন সন্ধ্যাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
#আপন_ইসলাম