আন্তর্জাতিক শ্রমিক দিবসের (১মে) দিন সকালে জেলার উজিরপুর উপজেলার দুটি এলাকার থেকে দুইজন শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উজিরপুর মডেল থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, উপজেলার কারফা গ্রামের কৃষক নগেন চন্দ্রের বাড়িতে ধান কাটতে আসা বাগেরহাট সদর থানার পিছিডেমা গ্রামের মৃত মনসুর শেখের পুত্র জব্বার শেখ (৫৮) শনিবার ভোরে একটি আম গাছের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। গত ২৩ এপ্রিল ৩২ জনের একটি দল ওই এলাকায় ধান কাটতে আসেন। জব্বার শেখের সাথে থাকা শ্রমিকরা জানান, ৩০ এপ্রিল দিবাগত রাতে মোবাইল ফোনে বাড়ির কারো সাথে সে (জব্বার) উচ্চস্বরে কথা বলেছিলেন বলে তারা শুনেছেন।
একইদিন দুপুরে উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের খালেক হাওলাদারের পুত্র ইজিবাইক চালক সবুজ হাওলাদারের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সবুজ পরিবারের সদস্যদের সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। উভয় ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
#আপন_ইসলাম