বৃহস্পতিবার , ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে করোনা যুদ্ধে এক সাহসী যোদ্ধা ওসি শামসুজ্জামান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ মে, ২০২১

বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে করোনা সংক্রমন রোধে সেবা দিয়ে যাচ্ছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ শামসুজ্জামান।করোনা প্রাদুর্ভাবেরর শুরুতে সবাই যখন আতংকিত ছিলো তখন ও শারীরিক অসুস্থতা নিয়ে করোনা মোকাবেলায় মানু্ষের সেবায় মাঠে-প্রান্তরে ছুটে চলেছিলেন অবিরাম। তিনি প্রায় ১বছর ৪ মাস পূূর্বে রামগড় থানায় যোগ দেওয়া পর থেকেই সততা এবং নিষ্ঠার কারণে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছিলেন।মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই সম্মুখ করোনা যোদ্ধা হিসেবে সাহসী ভূমিকা পালন করে যাচ্ছেন। শুরু থেকেই করোনার ছোবল থেকে জনগণকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ,মাস্ক বিতরণ, মাইকিং সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালণা করেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনগণের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে রামগড় উপজেলার ১টি পৌরসভাসহ ২টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে-গঞ্জে ছুটে বেড়িয়েছেন তিনি। বিশেষ করে রামগড় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ে করোনা প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি, জনসমাগম এড়াতে বাজার থেকে স্কুল মাঠে বাজার স্থানান্তর, সাপ্তাহিক হাট বন্ধ করা, ব্যবসায়ীদের নিয়ে মিটিং, প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, স্বাস্থ্য বিধি মেনে সচেতনতা ও নিয়মিত মোবাইল কোর্ট অভিযান সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি।রামগড় থানার চৌকস পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে একটি টীম গঠন করে বিরামহীন ভাবে মানুষকে করোনায় সচেতন করে যাচ্ছেন। ব্যাক্তিগত এবং অন্যান্য সহকর্মীদের থেকে অর্থ সংগ্রহ করে লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছিলেন। ‌রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ শামসুজ্জামান(ওসি) বলেন -করোনায় সুরক্ষিত থাকার জন্য সচেতনতার বিকল্প নেই।সবাইকে সচেতন থাকতে অনুরোধ করেন তিনি।সামাজিক দূরত্ব মেনে চলতে এবং ঘরের বাইরে নিয়মিত মাস্ক পড়ার পরামর্শ দেন ।সামাজিক দায়বদ্ধতা থেকে লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান করেন।তার এসব কাজে পরামর্শ ও সার্বিকভাবে সহযোগিতা করায় রামগড় উপজেলা প্রশাসন ,সেনাবাহিনী, জনপ্রতিনিধি ও সমাজসেবকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ দের ধন্যবাদ জানান তিনি। সাহসী এই সম্মুখ করোনা যোদ্ধা মোহাম্মদ শামসুজ্জামান ১৯৭৭ সালে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার রাঘবপুর গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।তার পিতার নাম মরহুম আহসানুজ্জামান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে ২০০৩ সালে পুলিশ বিভাগে যোগদান করেন।

 

#আপন_ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।