জমি নিয়ে বিরোধের জেরে পাবনার সদর উপজেলার চরতারাপুরে রুবেল প্রামানিক (৩২) কে কুপিয়ে হত্যা করেছে আপন দুই ভাই। শুক্রবার (৩০ এপ্রিল) আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রুবেল প্রামানিক উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , বাড়ির জমিজমা নিয়ে কিছুদিন ধরেই রুবেল প্রামানিকের সাথে বিরোধ চলছিল তার মেজো ভাই হাতেম প্রামানিক ও কলেজ পড়ুয়া ছোট ভাই সোহান প্রামানিকের সাথে। এ নিয়ে শুক্রবার জুমা’র নামাজের পর তাদের মধ্য কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হাতেম ও সোহান তাদের ভাই রুবেল প্রামানিকের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি নাছিম।
#আপন_ইসলাম