শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিএমএইচ এ চিকিৎসা নেবেন করোনা আক্রান্ত পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২০

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং’কে আজ রবিবার সকালে নেয়া হচ্ছে ঢাকা সামরিক হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, শনিবার কক্সবাজারে ল্যাবের পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এম. পি করোনা (কোভিড-১৯) পজিটিভ সনাক্ত হয়। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবারের রিপোর্টে বান্দরবান জেলায় মোট ৯ জন করোনা পজিটিভ সনাক্ত হয়।

 

অন্যরা হলেন- জেলা সদরের হাফেজঘোনার বাসিন্দার জেলা কৃষি ব্যাংকের ম্যানেজার’সহ পরিবারের ৩ জন, পার্বত্য জেলা পরিষদের কর্মচারী ১ জন এবং রুমা উপজেলার ৩ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৬ জনে। পার্বত্য মন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) খলিলুর রহমান বলেন, মন্ত্রী মহোদয় করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। নমুনা সংগ্রহের পর থেকে বান্দরবান ফায়ারসার্ভিস এলাকায় নিজ বাসায় আলাদা কক্ষে রয়েছেন। রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সামরিক হাসপাতালে নেয়া হবে। আমি (একান্ত সহকারী), বডিগার্ড পুলিশ সদস্য এবং সার্বক্ষণিক মন্ত্রীর সেবায় নিয়োজিত কর্মচারী ৩ জনের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

 

তবে রিপোর্ট এখনো আসেনি। সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, করোনা আক্রান্ত পার্বত্য মন্ত্রী মহোদয়’কে আজ রবিবার সাড়ে দশটায় ঢাকা সামরিক হাসপাতালে নেয়া হবে উন্নত চিকিৎসার জন্য। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। আলাদা কক্ষে আছেন নিজের বাসায়। সেক্ষেত্রে মন্ত্রীর পরিবার, আত্মীয়-স্বজন,দলের শুভাধ্যায়ীসহ সবাই উনার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।