সরকার ঘোষিত কঠোর লকডাউনে অফিস আদালতের সকল কার্যক্রম সীমিত ও বন্ধ থাকলেও থেমে নেই পল্লী বিদ্যু-২’র কোন কার্যক্রম। এই সময়ে সাধারণ মানুষের উপার্জন শুন্যের কোঠায় নেমেও আসলেও বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও আদায় না হলে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ-২ তালতলা অফিসের বিরুদ্ধে। জানা গেছে, কোভিড-১৯’র দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১ম, ২য় ও ৩য় সপ্তাহ চলছে। তবে ২য় ঢেউয়ে লকডাউন কার্যকর হলেও সরকারী ত্রাণ সরবরাহ চোখে পড়েনি। যার ফলে সাধারণ খেঁটে খাওয়া মানুষগুলো কঠিন দুর্বিষহ জীবন যাপন করছে। উপজেলার বুইকারা গ্রামের গ্রাহক আকলিমা বেগম ও একই এলাকার নাজমা বেগম বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ। কঠোর লকডাউনে উপার্জন বন্ধ হওয়ায় তিন বেলা খেতে পারছিনা, সেখানে প্রচন্ড খরায় রমজান মাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় করোনায় মারা না গেলেও প্রচন্ড গরমে ঠিকই মারা যাব। এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ-২ এর তালতলা, নওয়াপাড়া অফিসের ডিজিএম সাংবাদিককে বলেন, লক ডাউনে সকল অফিস বন্ধ থাকলে বিদ্যুৎ বিভাগ খোলা আছে, তাই যেকোন উপায়েই হোক আমাদের বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে হবে, না হয় সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এ ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই।
#CBALO/আপন ইসলাম