বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় হিজড়া পরিবার নিয়ে অবৈধ শালিসের ঘটনায় ২ মাতব্বর  আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিজড়া পরিবার নিয়ে অবৈধ শালিসের ঘটনায় এজাহার নামীয় ২ জনকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।মঙ্গলবার(২৭ এপ্রিল) রাতে তাদের অভিযান চালিয়ে আটক করা হয়।আটককৃতরা হলেন,চরঘাটিনা গ্রামের মৃতঃএমদাদুল হকের ছেলে মোঃমুনজুর আলম(৫৬) ও একই গ্রামের মৃতঃ জয়নাল উদ্দিনের ছেলে মোঃ মেছের আলী(৫৪)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অভিযোগের ভিত্তিতে রাতে চরঘাটিনা এলাকায় অভিযান চালিয়ে ২ জন আসামীকে আটক করে থানায় আনা হয়।বাকি আসামীরা টের পেয়ে পালিয়ে যায়।অভিযুক্ত  আসামীদের ধরতে এ অভিযান অব্যহত থাকবে। আটকৃত  ২ জন মাতব্বরকে আজ বুধবার জেল হাজতে    প্রেরণ  করা হবে।
 উল্লেখ্য,গত (১৩ এপ্রিল) মঙ্গলবার রাত ৯ টার সময় চরঘাটিনা হাফিজিয়া মাদ্রাসায় একটি অবৈধ ল সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে ভুক্তভোগী হাফেজ মিস্ত্রীর বিরুদ্ধে কবরস্থানের ১০০ টাকা চাঁদা সঠিক সময়ে না দেওয়ায় ও তার ছেলে মোঃ মনিরুল ইসলাম  হিজড়া গোষ্ঠীতে যোগ দিয়ে হিজড়া হওয়ার অপরাধে দিনমজুর অসহায় এই ভুক্তভোগী পরিবারকে সালিসি বৈঠকের মাধ্যমে গ্রামের মাতব্বরা ১ মাসের মধ্যে সমাজ থেকে বসতভিটা বিক্রি করে সমাজ থেকে চলে যাওয়ার রায় দিয়েছিলেন। 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।