সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিজড়া পরিবার নিয়ে অবৈধ শালিসের ঘটনায় এজাহার নামীয় ২ জনকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।মঙ্গলবার(২৭ এপ্রিল) রাতে তাদের অভিযান চালিয়ে আটক করা হয়।আটককৃতরা হলেন,চরঘাটিনা গ্রামের মৃতঃএমদাদুল হকের ছেলে মোঃমুনজুর আলম(৫৬) ও একই গ্রামের মৃতঃ জয়নাল উদ্দিনের ছেলে মোঃ মেছের আলী(৫৪)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অভিযোগের ভিত্তিতে রাতে চরঘাটিনা এলাকায় অভিযান চালিয়ে ২ জন আসামীকে আটক করে থানায় আনা হয়।বাকি আসামীরা টের পেয়ে পালিয়ে যায়।অভিযুক্ত আসামীদের ধরতে এ অভিযান অব্যহত থাকবে। আটকৃত ২ জন মাতব্বরকে আজ বুধবার জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য,গত (১৩ এপ্রিল) মঙ্গলবার রাত ৯ টার সময় চরঘাটিনা হাফিজিয়া মাদ্রাসায় একটি অবৈধ ল সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে ভুক্তভোগী হাফেজ মিস্ত্রীর বিরুদ্ধে কবরস্থানের ১০০ টাকা চাঁদা সঠিক সময়ে না দেওয়ায় ও তার ছেলে মোঃ মনিরুল ইসলাম হিজড়া গোষ্ঠীতে যোগ দিয়ে হিজড়া হওয়ার অপরাধে দিনমজুর অসহায় এই ভুক্তভোগী পরিবারকে সালিসি বৈঠকের মাধ্যমে গ্রামের মাতব্বরা ১ মাসের মধ্যে সমাজ থেকে বসতভিটা বিক্রি করে সমাজ থেকে চলে যাওয়ার রায় দিয়েছিলেন।
#CBALO/আপন ইসলাম