রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় প্রতিবন্ধিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

ভাঙ্গুড়ায় আ:রাজ্জাক (৫০) নামের চার সন্তানের জনকের বিরুদ্ধে এক প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।অভিযুক্ত আ:রাজ্জাক ভাঙ্গুড়া উপজেলার মন্ডতুষ ইউনিয়নের চকমৌইষাট গ্রামের মৃত মাজন প্রামানিকের ছেলে।

প্রতিবন্ধীর পরিবার জানায়, গত সোমবার(২৬এপ্রিল)সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকায় আ:রাজ্জাক মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবন্ধী কিশোরির চিতকারে প্রতিবেসিরা এগিয়ে এলে লম্পট আ:রাজ্জাক পালিয়ে যায়।ঔ রাতেই কিশোরির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেন।মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া থানা পুলিশ আ:রাজ্জাককে আটক করে পাবনা জেল হাজতে পেরণ করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহম্মদ আনোয়ান হোসেন বলেন, মঙ্গলবারে অভিযুক্তকে আটক করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে পেরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।