নওগাঁর আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলার ১৫ টি এতিমখানার এতিম শিশুদের জন্য এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোখসানা হ্যাপি ও স্থানীয় সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন। এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লবন, সোলা ও সাবান।
#CBALO/আপন ইসলাম