কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন ইয়াবার টাকা কে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের দুইজন আহত হয়েছে। ২৬ এপ্রিল রাত দশটার দিকে ভারুয়াখালীর সওদাগর পাড়া ২ নং ওয়ার্ডে উক্ত ঘটনাটি ঘটে। সরজমিনে এলাকাবাসী জানায়, এক পক্ষ মাসখানিক আগে মাথায় আহত ফিরোজ এর পুত্র বেলাল উখিয়া সোনাপাড়া কে বা কারো সাথে ৫০০০০ টাকার ইয়াবা কেনার উদ্দেশ্যে টাকা দেয়। ওই সোনাপাড়া ইয়াবা বিক্রেতা ইয়াবা ট্যাবলেট না দিয়ে টাকা খেয়ে ফেলে। যখন ইয়াবা কিনতে গিয়েছিল ভারুয়াখালী,দঃপাড়ার টমটম ড্রাইভার মনিরার পুত্র নূর নবীর গাড়ি ভাড়া নিয়ে গিয়েছিল। আবার টমটম ড্রাইভার নুরনবীর শ্বশুরবাড়ি সোনাপাড়ায়। অনুসন্ধানের তথ্যমতে বেলাল ইয়াবা ক্রয়-বিক্রয় টমটম ড্রাইভার নুরনবীর জানতে পারে। নূর নবীর শ্বশুরবাড়ি যখন ওখানে সে সুবাদে টাকা উদ্ধার করে দিতে বেলালকে অনুরোধ করেন। নূরনবী চেষ্টা করে ৫০হাজার টাকা থেকে তার শ্বশুরবাড়ির মানুষ ধরে যেকোনোভাবে ৪৭ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে। উদ্ধারের করে দেয়ার জন্য ১০০০ টাকা দিয়েছে বলে সে টমটম ড্রাইভার নূরনবী স্বীকার করেন। বাকি তিন হাজার টাকার জন্য গেল ২৫ এপ্রিল রবিবার টাকা উদ্ধার করে দেয়া ড্রাইভারকে বেলালের পিতা ফিরোজ এবং তার ৩/৪ ভাই খুব বেশি মারধর করছে বলে এলাকাবাসী স্বীকারোক্তি দেন। ড্রাইভার নুর নবী ওই মারধরের প্রতিশোধ দুদিন পর ইয়াবা ব্যবসায়ী বেলালকে পথে মধ্যে আটকালে দুই জনের মধ্যে হাতাহাতিতে দুইজনে আঘাতপ্রাপ্ত হয। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়। এই ঘটনায় আরো কিছু গোপন রহস্য লুকায়িত রয়েছে বলে মনে করা হচ্ছে তা অনুসন্ধানরত রয়েছে।
#CBALO/আপন ইসলাম