নগরীর সদর রোডে প্রকাশ্য দিবালোকে মঙ্গলবার বেলা ১১টার দিকে মুহুর্তের মধ্যে হিটস্টোকে রাজা মিয়া (৫৫) নামের এক রিকসা চালকের মৃত্যু হয়েছে। সদর রোডের বে-সরকারি ল্যাব এইড হাসপাতালের গার্ড সদস্যরা বলেন, রাজা মিয়া তাদের ল্যাব এইডের সামনে এসে রিকসা থামিয়ে নেমে কয়েকবার শরীরের কাপুনি দিয়ে রাস্তায় পরে যায়। স্থানীয়রা তাকে ধরে ল্যাব এইডের ট্রলিতে রাখার পর সেবিকারা তার সেবা দেওয়ার চেষ্ঠা করেন। এসময় কোতয়ালী মডেল থানার এএসআই রিয়াজুল ইসলাম অসুস্থ্য রাজা মিয়াকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিকসা চালক রাজা মিয়াকে মৃত বলে ঘোষনণা করেন। মৃত রাজা মিয়া পরিবার নিয়ে নগরীর বগুড়া রোডের অপসোনিন মেডিসিন কারখানা এলাকায় বসবাস করে আসছিলেন। মৃত রাজা মিয়ার লাশ তার মেয়ে মাহিনুর ও ছেলে ইমনের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ প্রচন্ড গরম ও তাপদাহে নগরীর মানুষ ক্লান্ত হয়ে পরেছে। বরিশাল আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, সোমবার বরিশালে তাপমাত্রা ছিলো ৩৭. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার ছিলো ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
#CBALO/আপন ইসলাম