পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যশোরের অভয়নগরে ৫০ হাজার পরিবার পাবে উপ-বরাদ্দের ২ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা। বৃহস্পতিবারের (২৯ এপিল) মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌর এলাকার উপকারভোগী ব্যক্তি পরিবারের তালিকা জমাদানে অনুরোধ করা হয়েছে। জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরে পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের সাহায্যর্থে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত/দুস্থ/অতি দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করবে সরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিজিবুল ইসলাম জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৫ হাজার ৬০০ উপকারভোগীর মাঝে কার্ড প্রতি ৪৫০ টাকা হারে ২ কোটি ৫ লাখ ২০ টাকা প্রদান করা হবে। যার মধ্যে প্রেমবাগ ইউনিয়নে ৪ হাজার ৯৯৫টি, সুন্দলী ইউনিয়নে ৩ হাজার ২০০টি, চলিশিয়া ইউনিয়নে ৪ হাজার ৬১০টি, পায়রা ইউনিয়নে ৪ হাজার ৪৮৩টি, শ্রীধরপুর ইউনিয়নে ৬ হাজার ৯১৭টি, বাঘুটিয়া ইউনিয়নে ৪ হাজার ৬১০টি, শুভরাড়া ইউনিয়নে ৬ হাজার ২০টি, সিদ্ধিপাশা ইউনিয়নে ৬ হাজার ১৪৪টি ও নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ উপকারভোগী ব্যক্তি পরিবার উপ-বরাদ্দের টাকা পাবে। এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের সাহায্যর্থে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫০০ টাকা হারে নগদ অর্থ প্রদান করা হবে। প্রতি ইউনিয়নে ৫০০ করে ৮টি ইউনিয়নে ৪ হাজার এবং নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪০০ উপকারভোগীর মাঝে উপ-বরাদ্দের ২২ লাখ টাকা প্রদান করা হবে। উপ-বরাদ্দের তালিকায় কারা অর্ন্তভুক্ত হতে পারবে এবং পারবে না এমন প্রশ্নে পিআইও জানান, মালিকানায় বা ভিটেবাড়ি ছাড়া কোনো জমি নেই, দিনমজুর আয়ে নির্ভরশীল, মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল, উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক পুরুষ সদস্য নেই, স্কুলগামী শিশু উপার্জনের জন্য কাজ করে, উপার্জনশীল কোনো সম্পদ নেই, স্বামী পরিত্যাক্তা-বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা মহিলা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, বাড়ির প্রধান অস্বচ্ছল বা অক্ষম প্রতিবন্ধী, ক্ষুদ্র ঋণপ্রাপ্ত হয়নি, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য/অর্থ সংকটে থাকা, দু’বেলা খাবার জোটে না ও করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি পরিবার উপ-বরাদ্দের উপকারভোগীর তালিকায় অর্ন্তভুক্ত হতে পারবে। তালিকায় অবশ্যই ৭০ শতাংশ মহিলা হতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির নাম তালিকায় অর্ন্তভুক্ত করা যাবে না, বয়স্ক/বিধবা/প্রতিবন্ধি/ভিজিডি/খাদ্যবান্ধব/ইজিপিপি তালিকায় অর্ন্তভুক্তকে তালিকায় সংযুক্ত করা যাবে না এবং সরকার প্রদত্ত ২ হাজার ৫০০ টাকা প্রণোদনার তালিকাভুক্তরা অর্ন্তভুক্ত হতে পারবে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচি এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হবে। উপ-বরাদ্দের প্রাপ্ত অর্থ পৃথকভাবে বিতরণ করা হবে। সংশ্লিষ্টদের সাথে জরুরী সভা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিলের মধ্যে স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভা কর্তৃক উপকারভোগীর তালিকা জমা দানে অনুরোধ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত কর্মসূচি বাস্তবায়নে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
#CBALO/আপন ইসলাম