খাগড়াছড়ি জেলার রামগড়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের অপরাধে দু’পাহাড়খেকোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। একই সাথে মাটি পরিবহনে ব্যবহৃত একটি পাওয়ারটিলার আটক (জব্দ) করা হয়। ২৬ এপ্রিল সোমবার দুপুরে রামগড় উপজেলার সদর ইউনিয়নের নজির টিলা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মু. মাহামুদউল্লাহমারুফ। দন্ডিত পাহাড় খোকোমোঃ নুর করিম (৪৫) উপজেলার ফেনীরকূল এলাকার মোঃ আবদুল খালেকের ছেলে এবং মোঃ আনোয়ার হোসেন (৪০) ফটিকছড়ি উপজেলার ভুজপুরস্থ পুরান রামগড় এলাকার খোরশেদআলমের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর ইউনিয়নের নজির টিলা এলাকায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মু. মাহামুদউল্লাহ মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময়অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের অপরাধে মোঃ নুর করিম ও মোঃ আনোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়। একই সাথে মাটি পরিবহনে ব্যবহৃত একটি পাওয়ারটিলার আটক (জব্দ) করা হয়। পরবর্তীতে একইদিন সন্ধ্যায় জরিমানার টাকা আদায় সাপেক্ষেআটককৃতদের মুক্তি দেয়া হয়। তবে মাটি পরিবহনে ব্যবহৃত পাওয়ার টিলারটি রামগড় থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা যায়।
#CBALO/আপন ইসলাম