কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে.এম সালাহ্ উদ্দিন টিপুর নির্দেশে মাদ্রাসা পড়ুয়া ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার ( ২৬ এপ্রিল) ইফতারের পূর্বে স্থানীয় ‘ নূরে মদিনা হাফেজী আবাসিক মাদ্রাসার ‘ শিশু শিক্ষার্থীদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকুর ব্যক্তিগত উদ্যোগে ইফতার বিতরণ কালে সার্ভিক তত্তাবধানে ছিলেন, ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী সদস্য শেখ রাসেল, কামরুল আলম মুন্না, আব্দুল আউয়াল, পারবেজ খান আকাশ, সাবেক সদস্য আবু সায়েদ প্রমুখ।
আগামীতেও এই খাবার বিতরণ অব্যাহত থাকবে জানিয়ে আব্দুর রাজ্জাক রিংকু দি নিউজকে বলেন, একেবারে ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসা পড়ুয়া এই শিশু শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করছি। মূলত ছিন্নমূল মানুষেরা যাতে একটু ভালোমত ইফতার করতে পারে, এ জন্যই আমাদের এই প্রয়াশ। তবে আজ ভিন্ন ধারায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের ইফতার করিয়েছি।
#CBALO/আপন ইসলাম