বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে সংবাদ সম্মেলনে করোনা আক্রান্তদের জরুরি সেবায় অপরাগতার অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২০

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর ওইসব রোগীসহ লকডাউন করে দেয়া আক্রান্ত রোগীদের পাশ্ববর্তী বাড়ির বাসিন্দাদের ওষুধসহ প্রয়োজনীয় সেবা প্রদানে অপরগতা প্রকাশ করেছে প্রশাসন। একইসাথে সমন্বয়হীনতা রয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন দলটির নেতৃবৃন্দরা।

 

নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উল্লেখিত অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্ত্তী। লিখিত বক্তব্যে তিনি বলেন, লকডাউন তুলে দেওয়ার পর সারাদেশের মতো বরিশাল বিভাগ এবং নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে আক্রান্তের সংখ্যা ১০১জন থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৬ জনে। প্রতিদিন করোনা শনাক্ত হওয়া রোগীর বাসাসহ পাশ্ববর্তী বাড়ি প্রশাসন কর্তৃক লকডাউন করে দেয়া হচ্ছে।

 

কিন্তু রোগীসহ লকডাউন করে দেয়া ওইসব পরিবারের সদস্যদের খাবার, চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ সরবারহ এবং হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়ার বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছে প্রশাসন। লিখিত বক্তব্যে মনীষা চক্রবর্ত্তী আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও তারা এবিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। তবে প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রের সাথে আলাপ করে বাসদের নেতৃবৃন্দরা জানতে পেরেছেন, লকডাউনে থাকা পরিবারের প্রয়োজনীয় সেবাদানের বিষয়টি নিয়ে কোন সুনিদিষ্ট ব্যবস্থাপনানীতি সরকার থেকে প্রণয়ন করা হয়নি। ফলে সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে বরিশালসহ সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বাসদ মনে করে এই সংকটের মুহুর্তে মানুষের পাশে থাকা দরকার।

 

তাই আজ থেকে বরিশাল নগরীতে করোনায় আক্রান্ত হওয়ার পর লকডাউন করে দেয়া বাসায়, খাবার, ওষুধ, কাউন্সিলিং, পরিবহনের সকল দায়িত্ব আমরা স্বেচ্ছায় দিয়ে যাবো। আমরা প্রশাসনের কাছে আহবান করছি, তারা যেন আমাদের পরামর্শ এবং প্রতিদিনের করোনা আক্রান্ত রোগীদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। সংবাদ সম্মেলনে ০১৫৭২-৩১৪০৮৫, ০১৪০৯-১৬০০৪২, ০১৭১১-২২৭৫১৯ নাম্বারের তিনটি মোবাইল নাম্বার সম্পর্কে মনীষা চক্রবর্ত্তী বলেন, এই নাম্বারে ফোন করলেই বাসায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হবে। এছাড়াও দুঃস্থ শিশুদের জন্য মানবতার পাঠশালা কার্যক্রম চালু করা হয়েছে। যেসব পরিবারের শিক্ষার্থীরা অনলাইনে কাস করতে পারছেনা তাদের জন্য বিদ্যালয়ের সহযোগিতা নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

 

এছাড়া বাসদের মানবতার বাজার, মানবতার কৃষি, ফ্রি চিকিৎসা, ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রম চালু রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বাসদের জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, শুরু থেকেই আমরা করোনা দূর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের কথা বলে এসেছিলাম। আজ যদি বরিশাল সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, হাসপাতাল কর্তৃপ এবং বেসরকারিভাবে আমাদের মতো রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একত্রিত হয়ে সম্মিলিতভাবে কাজ করতো তাহলে কোনভাবেই এই সংকট তৈরি হতোনা। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, রিকসা শ্রমিক ইউনিয়নের ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।