সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলের হাটগুলোয় নতুন ইরি বোরো ধান কেনাবেচায় উঠছে। প্রতি মণ নতুন ধান সাড়ে ৯শ থেকে ১১শ টাকা দরে কেনাবেচা হচ্ছে। হাটগুলোয় বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা এ ধান কিনছে।
আজ সোমবার উপজেলার বিখ্যাত সলঙ্গা হাটে শত শত মণ ধান কেনাবেচায় উঠে। বিভিন্ন এলাকার কৃষকেরা হাটে বেচতে ধান নিয়ে আসে। সরেজমিনে দেখা গেছে, প্রতি মণ শুকনো ধান সর্বোচ্চ ১১শ টাকা মন দরে কেনাবেচা হয়েছে। এছাড়া ভেজা ধরনের ধান সর্বনিম্ন সাড়ে ৯শ টাকা মণ দরে কেনাবেচা হয়েছে। কৃষকেরা ধান কাটায় তাদের মজুরীর টাকা দিতে হাটে ধান এনে বিক্রী করছে। এ হাটে বিভিন্ন এলাকা থেকে পাইকারী ধান ব্যবসায়ী ও ধান চাতাল মালিকেরা এসে ধান কিনছেন। এছাড়া স্থানীয় আড়তদারেরাও ধান কিনেছেন।
উপজেলার আঙ্গারু গ্রামের কৃষক রফিকুল ইসলাম তার আবাদের মণ পাচেক ধান সলঙ্গা হাটে এনে ৯শ ৭০ টাকা মণ দরে বিক্রী করেন। তিনি বলেন, ধান কাটায় মজুরীর বিল মেটাতে ধান বিক্রী করলেন।
স্থানীয় হাটুরে লোকজন জানান, ধান বিক্রী করতে আমদানির পরিমাণ আরো বাড়বে।একাধিক পাইকারী ধান ব্যবসায়ী বলেন, তারা এ ধান কিনে বিভিন্ন চাতাল মালিকদের কাছে বিক্রী করবেন।
#CBALO/আপন ইসলাম