সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার প্রায় এক হাজার সরকারি পুকুর দীর্ঘ দিন ধরে প্রভাবশালী সিন্ডিকেট চক্রের হাতে জিম্মি থাকার কারণে দেশ ও জাতির অনেক ক্ষতি হচ্ছে। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলের হয়ে যায় ঐ সিন্ডিকেট চক্রের লোকজন। সরকারি পুকুর গুলো যখন লীজ হয় তখন তারা কতিপয় অসাধু আমলা ও ক্ষতাসীন দলের নেতাদের সাথে আতায়াত করে মোটা অংকের টাকার বিনিময়ে গোপনে লীজ নেয়। এমনকি লীজকৃত পুকুরও তারা সাব-লীজ নেয় নানা প্রকার প্রভাব খাটিয়ে কম দরে। পরে ঐ পুকুর গুলো তারা আবার সাব-লীজ দেয় বেশি দরে। এ কারণে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে দেশ ও জাতির। যা তদন্ত করলে প্রমাণ মিলবে। কিন্তু এ গুলো দেখার কেউ নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। বিভিন্ন সূত্রে এ সকল তথ্য জানা গেছে।
#CBALO/আপন ইসলাম