চৌগাছায় সুরাইয়া আক্তার আয়েশা (১৮) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাফেজ জুয়েল রানা ইমরান (২২) এর বিরুদ্ধে। সুরাইয়া যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এ ঘটনায় সুরাইয়ার স্বামী হাফেজ জুয়েল রানা ইমরান ও তার মা বিলকিস বেগমকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ। রবিবার দিবাগত রাত ১১টার দিকে চৌগাছা পৌরসভার মাঠপাড়া গ্রামে নিজ ঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় হাফেজ জুয়েল রানা ইমরান।
#CBALO/আপন ইসলাম