করোনা শব্দের অর্থ পুষ্পমাল্য বা পুষ্প মুকুট এটি লাতিন ভাষার শব্দ। এটি একটি ভাইরাস যা সাড়া বিশ্বকে থমকে দিয়েছে এবং এটাই বিশ্বের সবচেয়ে বড় মহামারি এমন কোনো গ্রাম, শহর, প্রাচীর ও দেশ বাদ নেই যে, সেখানে করোনার অনুপ্রবেশ ঘটে নাই। এর আগেও আরও দুটি মহামারি এসেছিল তবে করোনার মতো এতো ভয়ঙ্কর রূপ ধারণ করে নাই,আল্লাহর রহমতে সেগুলোকে মানুষ প্রতিরোধ করার ক্ষমতা রেখেছে কিন্তু বৈশ্বিক মহামারি করোনা সকলকে হার মানিয়েছে। এটি আল্লাহ পাকের এক অশেষ ও অবিস্মরণীয় দূর্যোগ। এ ভাইরাস নিয়ে সকলেই আতঙ্কে আতঙ্কিত হয়েছে। এটি সাড়া বিশ্বের জন্য এক অবিস্মরণীয় ঘটনা। বিশ্বে প্রতিনিয়তই লাশের মিছিল। এটি ছিল বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস নামে ক্ষেত। এটি প্রথম সূচনা হয় চিনের উহানা শহর থেকে ৩১শে ডিসেম্বর ২০১৯ কোনো কোনো মতে প্রায় জানুয়ারি, ২০২০ সালে। তখন সাড়া বিশ্বে ছড়িয়ে পরে এ ভাইরাস একের পর এক।। তেমনিভাবে বাংলাদেশেও এর প্রবেশ ঘটে ৮ই মার্চ ২০২০ খ্রিঃ।
#CBALO/আপন ইসলাম