সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাড়াশে রাস্তা মেরামতের নামে চার মে:টন টি-আর আত্নসাৎ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা মেরামতের নামে চার মে:টন টি-আর আত্নসাৎ করা হয়েছে। এ ঘটনা ঘটেছে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালী গ্রামে। গত অর্থ বছরে ঐ গ্রামের আক্কাচ মাষ্টারের বাড়ি হতে জলিল নগর হাই-স্কুল পর্যন্ত রাস্তা মেরামতের জন্য চার মে:টন সাধারণ টি- আর বরাদ্দ করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এক বছর পার হলেও সেখানে চার পয়সার কাজও হরা হয়নি। পুরো টাকাই আত্নসাৎ করা হয়েছে। এর সাথে জড়িত আছেন লোকাল জনপ্রতিনিধিরা। এ ঘটনা এক বছর ধরে তাড়াশ ইউএনও এবং পিআইও অফিসের লোকজনকে নানা ভাবে জানিয়েও কোন কাজ হচ্ছে না বলে এলাকাবাসির অভিযোগ। বিভিন্ন সূত্রে এ সকল তথ্য জানা গেছে। এ প্রসংগে তাড়াশ উপজেলায় কর্মরত পিআইও নুর-মামুন জানান, আক্কাচ মাষ্টারের বাড়ি হতে জলিল নগর হাই স্কুলের ঐ রাস্তা মেরামতের চার মে:টন টি-আরের এখন পর্যন্ত কাজ করা হয়নি বলে অভিযোগ আসছে। যা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।