খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। ২৪ এপ্রিল শনিবার সকালে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১০৫ জন দুস্থ অসহায়দের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. আজমীরা ইসলাম জেমী,ডা.মুনতাসির মামুন শুভ, প্রশান্ত পাল চৌধুরী, মাহবুব আলম প্রমুখ। পুষ্টি খাদ্য তালিকায় ছিল আলু ৩ কেজি, চাউল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, পেয়াজ ১ কেজি,লবণ ১ কেজি, ছোলা ৫০০ গ্রাম ও সয়াবিন তেল আধা লিটার।
#CBALO/আপন ইসলাম