২৪ শে এপ্রিল (১১ রমজান) ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামের আদর্শ এতিম খানায় সকল স্বাস্থ্য সচেতনতা মেনে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ইফতার মাহফিল আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল কেয়া কসমেটিকস লিমিটেড। উল্লেখ্য যে কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ সারা বাংলাদেশের ৬৪ টি জেলায় এরকম ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এতিমখানার গর্ভনিং বডির সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এতিমখানার কোমলমতি শিশুরা। কেএসএফবি ঝিনাইদহ জেলা কমিটির সকল সদস্য মিলে এই কোমলমতি এতিম শিশুদের সাথে সুন্দর একটি দিন অতিবাহিত করে এবং সারাদিন তাদের সাথে অনেক ভাল সময় কাটায়। তাদের স্বাস্থ্য সচেতনতা মূলক কথা বলা হয় এবং শারিরীক যত্ন নেওয়ার আহ্বান জানায় সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন। একই সাথে এই ইফতার মাহফিলের আয়োজনে এতিমখানার শিশুরা মিলে পবিত্র কোরআন শরীফ খতম সম্পন্ন করে। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেএসএফবি ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হিমেল আহমেদ সহ সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার শামিম আহম্মেদ, মেহেদী হাসান, সাবিত, অংকন, মাসুম, তরিকুল সহ আরও অনেকে। কেয়া স্টূডেন্টস ফোরাম ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি জনাব ইয়াসির আরাফাত ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেন জানান ইফতার ও দোয়া মাহফিলে মোট ৫০ জন এতিম শিশুকে ইফতার করানো হয়।তারা আরো জানান এতিম বাচ্চাদের ইফতার করানোর মাধ্যমে তারা খুবই আনন্দিত ও ভবিষ্যৎ তারা এরকম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন।
#CBALO/আপন ইসলাম