শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাঁথিয়া বেগুনের বাম্বার ফলন ও ন‍্যায‍্য মৃল‍্য পাওয়ায় কূষকদের মুখে হাসি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

বেগুনের বাম্পার ফলন ও ভাল মূল্য পাওয়ায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি  ইউনিয়নের কৃষকেরা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন ও কৃষকদের ঘরে ঘরে আনন্দ পরিলক্ষিত হয়েছে |

সূর্যালোক বেগুনের গায়ে পড়তেই ঝিকিমিক করে উঠে। মৃদু বাতাসে হঠাৎই দোল লাগে গাছগুলোতে। ঝুলে থাকা ছোট গাছের এসব বেগুনের দল হালকাভাবে দুলতে থাকে। এ দোলখাওয়া বেগুনগুলোকে নিয়েই কৃষকের স্বপ্ন।কৃষক তখন পরম যত্নে দিবস শুরুর পরিচর্যায় ব্যস্ত উঠে উঠেন। গাছের শুকনো পাতাগুলোকে গাছ থেকে তুলে ফেলে দেওয়া, পানি স্প্রে, ওষুধ প্রয়োগ, নিড়ানো, নানা জাতের সার দেওয়াসহ নানা ধরনের যত্নআত্তির কাজগুলো চলতেই থাকে।
সরজমিনে দেখা গেছে যে সবজি চাষে বিখ্যাত বলে পরিচিত ধুলাউড়ি  ইউনিয়নের প্রায় প্রতিটি বিল ও মাঠে মাঠে যে দিকে তাকাই চারিদিকে শতশত বিঘা জমিতে বেগুনের আবাদ হয়েছে । বিশেষ করে ধুলাউড়ি, বারোআনী  রামকান্তপুর  রাউতি আলোকদিয়ার  নাড়িয়াগদাহ, ধোপাদহ হলুদঘর ছোট পাইকশা বড়,পাইকশা,গোপালপুর, , ঘুগুদহ জোরগাছা  উৎরাইল, নালীপর্বত,বরাট,পাইকরহাটি, কড়িয়াল দঃপাড়া, আতোরশোভা, কল্যাণপুর, মানপুর, হুইখাখলী এলাকার বিভিন্ন মাঠে বিস্তীর্ণ এলাকা জুড়ে বেগুনের ব্যাপক আবাদ হয়েছে । এদিকে বেগুন চাষে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এ জনপদের মানুষের আয়ও বেড়েছে। ভাগ্যের পরিবর্তনও করে নিয়েছেন অনেকেই। পাল্টে গেছে জীবন-যাত্রার মানও।

কৃষকেরা সকাল বেলায় বেগুন উত্তোলন করে নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে গ্রামের নির্ধারিত স্থানে নিয়ে আসেন সেই স্থান হতে পাইকারী ব্যাপারী (ক্রেতারা) কৃষকদের নিকট হতে বেগুন ক্রয় করে গাড়ীতে বোঝাই করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে প্রেরণ করেন । এতে করে কৃষকেরা যেমন লাভন হচ্ছে তেমনি এই করোনা কালিন সময়ে তাদের কষ্ট অনেকটা লাগব হচ্ছে ।

বারোআনী  গ্রামের আদর্শ কৃষক মো: আবুল হাসেম খান জানান যে, এ বছর বেগুনের ফলন ভাল হওয়ায় বেগুন বিক্রয় করে আমরা এলাকার সকল কৃষকগণ লাভবান হচ্ছি । তিনি আরোও বলেন প্রতি বিঘা জমি হতে সাপ্তাহে ২বার বেগুন উত্তোলন করা হয় এবং সাপ্তাহে প্রতি বিঘা জমি প্রায় ১৭ হতে ২৫ মন বেগুন উত্তোলন করা হচ্ছে ।

রামভদ্রবাটি গ্রামের বেগুন চাষী মোঃ শাহজাহান সেক জানান যে সুন্দর আবহাওয়া যথা সময়ে পর্যাপ্ত পরিচর্যা করার ফলে বিগত বছরের চেয়ে এ বছর বেগুনের ফলন ভাল হয়েছে ও বাজার মুল্যও বেশ ভাল এবং প্রতি মন বেগুন ১০০০ টাকা হতে ১২০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে এতে করে আমরা সকল কৃষকগণ বেশ আর্থিক লাভবান হচ্ছি ।

পাইকারি ব্যাপারী (ক্রেতা) মোঃ খালিদ হাসান (মিলু) জানান যে, আমরা সরাসরি কৃষকদের নিকট হতে বেগুন ক্রয় করার ফলে খরচের পরিমান কিছুটা হলেও কম লাগছে , যার হলে সহজে মাল ঝামেলাহীন ভাবে শহরে প্রেরণ করা সম্ভব হচ্ছে । এতে করে আমরা ত্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই লাভবান হচ্ছি |

সাঁথিয়া  উপ-সহকারী কৃষি কর্মকর্তা  জানান যে এই সাঁথিয়া উপজেলায়  প্রায় ৩০০০ হেক্টর জমিতে পাপলকিং, মেটাল সীড,মালিক’স বীজ এই তিন ধরনের বেগুন কৃষকেরা আবাদ করেছেন | বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা হল বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা। ক্ষুদ্র লাল মাকড় প্রধান শত্রু। এছাড়া কাঁটালে পোকা বা ইপলাকনা বিট্ল, জাব পোকা, ছাতরা পোকা, বিছা পোকা, পাতা মোড়ানো পোকা, থ্রিপস, কাটুই পোকা ইত্যাদি বেগুনের ক্ষতি করে থাকে কোন পদ্ধতিতে এসব পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব এব্যাপারে তিনি সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের পরামর্শ প্রদানের মাধ্যমে উক্ত সমস্যা সমাধান করে থাকেন । বেগুনের ঢলে পড়া ও গোড়া পচা দু’টি মারাত্মক রোগ। প্রায় বেগুন ক্ষেতেই এ রোগ দেখা যায়। ফল পচা রোগেও অনেক বেগুন নষ্ট হয়। বীজতলায় ড্যাম্পিং অফ রোগ চারার মড়ক সৃষ্টি করে। এ ছাড়া মোজেইক, ক্ষুদে পাতা, শিকড়ে গিঁট ইত্যাদি রোগও বেগুন ফসলের যথেষ্ট ক্ষতি করে থাকে এবিষয়ে তিনি কৃষকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরামর্শ প্রদানে করে থাকেন |এছাড়া কৃষকদেরকে রাসানিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন করার জন্য পরামর্শ প্রদান করেন ও পাশাপাশি ফসলের রোগ নিয়ন্ত্রণ বিষয়ে চাষীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সচেতন করা হচ্ছে ফলে চাষীরা উপকৃত হচ্ছে এমনটা তিনি জানান |

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।