ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী সরকার পাড়া জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মান কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। ২৩ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার সময় শুভ উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ তরিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল্লাহ, ১নং রুহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর ইসলাম নুরু, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহিদুল হক, সাধারন সম্পাদক শামসুল আলম, জামে মসজিদের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মহিরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ্ব মনিরুল হক, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহসিন উল কাবা, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল হক, সেনিহারী ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য আসির উদ্দীন, মসজিদের ইমাম আলহাজ্ব আজিজুল হক সহ এলাকার গন্যমান্য ও মুসল্লিবৃন্দ। মসজিদ নির্মান কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, একশত বছরের আগে স্থাপিত এই মসজিদের দ্বিতল ভবন নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় ৩০ লক্ষ টাকা। মোনাজাত পরিচালনা করেন রুহিয়া জামে মসজিদের পেস ইমাম আব্দুল মোকছেদ।
#CBALO/আপন ইসলাম